দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসের জ্যাভেলিন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের চৈতি রাণী দেব। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রান্তিক সম্প্রদায় থেকে উঠে আসা প্রতিভাবান প্যারা অ্যাথলেট চৈতি।
এ বছর জাতীয় যুব প্যারা গেমস হয়েছে। সে সময় ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ) কঠোর প্রতিভা অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে চৈতির সম্ভাবনা শনাক্ত করে। এরপর চৈতিকে ১ মাস ধরে নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পে রাখা হয়।
প্রশিক্ষকদের অধীনে চৈতি তার দক্ষতা শানিত করেছেন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী প্রস্তুতি নিশ্চিত করতে পেরেছেন। এই পরিকল্পিত ও কাঠামোবদ্ধ প্রস্তুতি চৈতির প্রাকৃতিক প্রতিভাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এনপিসি বাংলাদেশ এক বিবৃতিতে জানায়, ‘চৈতির অর্জন প্রমাণ করে—প্রতিভার প্রাথমিক শনাক্তকরণ, পদ্ধতিগত প্রশিক্ষণ এবং প্যারা অ্যাথলেটদের প্রতি নিয়মিত বিনিয়োগ অপরিহার্য। যথাযথ লালন-পালন, আধুনিক সুবিধা ও উচ্চমানে প্রশিক্ষণ নিশ্চিত করা হলে বাংলাদেশের আরো বহু প্যারা অ্যাথলেট বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















