এক সময় অনিয়মিত পারফরম্যান্সে সমালোচিত লিটন কুমার দাস এখন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার। ব্যাট হাতে ধারাবাহিকতার পাশাপাশি উইকেটের পেছনে তার চপলতা ও ক্ষিপ্রতা নজর কাড়ছে সবার। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে গলে লাহিরু উদারাকে স্ট্যাম্পিং করে লিটন ছুঁয়ে ফেলেছেন দেশের টেস্ট ইতিহাসের সেরা উইকেটরক্ষকের রেকর্ড।
টেস্ট ক্রিকেটে লিটনের ডিসমিসালের সংখ্যা এখন ১১৩, ঠিক সমান সংখ্যক ডিসমিসাল রয়েছে মুশফিকুর রহিমেরও। তবে পার্থক্য ইনিংসের সংখ্যায়—মুশফিক যেখানে এই কৃতিত্বের জন্য খেলেছেন ৯৯ ইনিংস, লিটন তা করে দেখিয়েছেন মাত্র ৬৪ ইনিংসে। এতে ইনিংসপ্রতি লিটনের ডিসমিসাল হার দাঁড়িয়েছে ১.৭৬৫, যেখানে মুশফিকের হার ১.১৪১।
এই তালিকায় আরও আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, যার ডিসমিসাল সংখ্যা ৮৭, ইনিংসপ্রতি হার ১.৪২৬। তবে কম ইনিংসে সেরা হারটি নুরুল হাসান সোহানের—৩৪ ডিসমিসালে তার ইনিংসপ্রতি গড় ১.৮৮৮।
ব্যাট হাতে লিটন এখনও মুশফিকের কিছুটা পেছনে। উইকেটরক্ষক হিসেবে মুশফিক ১০৪ ইনিংসে করেছেন ৩৭ গড়ে রান, লিটনের গড় ৩৬.৭৩। তবে বয়স ও সময় লিটনের পক্ষে, ফলে ভবিষ্যতে এই পারফরম্যান্সই তাকে নিয়ে যেতে পারে অনন্য উচ্চতায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















