রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে এক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা ঘটেছে। যে ঘটনায় এখন পর্যন্ত ১৯জন নিহত ও ৫০জন হতাহতের খবর এসেছে। দেশের দুই শীর্ষ ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এক বার্তায় বলেন,‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’
পৃথক এক শোক বার্তায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেখানে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রতি দোয়া কামনার পাশাপাশি গভীর সমবেদনা জানিয়েছে তারা।
বিসিবি বলেছে,‘ঢাকার মাইলস্টোন কলেজের কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিসিবি। এই হৃদয়বিদারক ঘটনায় আক্রান্ত সকলের জন্য দোয়া রইলো।’
এ ছাড়া এ ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনও। তারা বলেছে, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় যে সকল অমূল্য প্রাণ ঝরে গেল, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম, শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমরা স্তম্ভিত ও ব্যথিত।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















