এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে যখন প্রতিপক্ষ দলগুলো পুরোদমে প্রস্তুতিতে ব্যস্ত, তখন এখনো অনুশীলনে নামেনি বসুন্ধরা কিংস। ১২ আগস্ট কাতারের দোহায় সিরিয়ান ক্লাব আল কারমাহর বিপক্ষে ম্যাচে মাঠে নামবে কিংস। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পরিবর্তে নিরপেক্ষ ভেন্যু কাতারেই আয়োজন করা হচ্ছে ম্যাচটি।
বিষয়টি ইতোমধ্যেই এএফসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাফুফে ও বসুন্ধরা কিংসকে।
ঢাকা আবাহনী এক সপ্তাহ আগে থেকে চ্যালেঞ্জ লিগকে ঘিরে অনুশীলন শুরু করে দিয়েছে। অথচ দেশের সবচেয়ে ধারাবাহিক ক্লাব বসুন্ধরা কিংস এখনো মাঠে নামেনি। যদিও শনিবার অনুশীলন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। কোচিং স্টাফের একজন জানিয়েছেন, “রোববার থেকে অনুশীলন শুরু হতে পারে।”
পাঁচবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস গত মৌসুমে মোহামেডানের কাছে শিরোপা হারায়। তবে ক্লাব লাইসেন্স না থাকায় মোহামেডান এএফসি আসরে অংশ নিতে পারেনি। অন্য দেশের ক্লাবগুলোর লাইসেন্স জটিলতার কারণে এএফসি থেকে একটি বাড়তি স্লট পাওয়ায় এবার কিংস সুযোগ পেয়েছে চ্যালেঞ্জ লিগে।
নতুন মৌসুমে দল গঠনে এবার বরাবরের মতো দাপট দেখা যাচ্ছে না কিংসের। এখনও পর্যন্ত না বিদেশি কোচ চূড়ান্ত হয়েছে, না কোনো খেলোয়াড়। ক্লাবের পক্ষ থেকেও নেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য। অন্যদিকে আবাহনী তুলনামূলক কম বাজেটেও দলবদলে বেশ কিছু চমক দেখিয়েছে।
সব মিলিয়ে কিংসের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ফুটবলপ্রেমীদের মাঝে। চ্যালেঞ্জ লিগের আগেই তাদের ঘুরে দাঁড়ানো প্রয়োজন, তা না হলে সফলতা কঠিন হয়ে পড়বে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















