এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে আট রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ৫৫ রান করা জাকের আলী অনিক।

টানটান উত্তেজনার ম্যাচে ইনিংসের বিশতম ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান, হাতে ছিল এক উইকেট।

মুস্তাফিজুর রহমানের করা ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাকিয়ে বাংলাদেশের দর্শকদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন আহমেদ দানিয়েল। কিন্তু পরের বলেই শামীম পাটওয়ারীর হাতে ধরা পড়েন তিনি। আর বাংলাদেশ পায় আট উইকেটের জয় সে সাথে নিশ্চিত হলো সিরিজ এক ম্যাচ হাতে রেখেই।

১৩৪ রানের টার্গেটে খেলতে নেমে ২০ তম ওভারের দ্বিতীয় বলে ১২৫ রানে গুটিয়ে গেলো পাকিস্তান।

ইনিংসের প্রথম ওভারেই ওপেনার সাইম আইয়ুব রান আউট হওয়ার পর পাকিস্তানের বাকি ৯ উইকেটের ছয়টিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। সর্বোচ্চ ৩ উইকেট শরিফুলের। দুই উইকেট নিয়েছেন তানজিম সাকিব।

দলের জয় নিশ্চিত করা মুস্তাফিজুর রহমান পেয়েছেন এক উইকেট। দুই স্পিনার যথাক্রমে শেখ মাহেদী হাসান দুইটি ও রিশাদ হোসেন নিয়েছেন এক উইকেট।

১৩৪ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারেই ব্যক্তিগত এক রানে ওপেনার সাইম আইয়ুব রান আউটের শিকার হন।

পাকিস্তান মূলত ম্যাচ থেকে ছিটকে যায় ৫ম ওভারের মধ্যেই ১৫ রানে ৫ উইকেট হারিয়ে। দলীয় ১৫ রানে ৫, ৩০ রানে ষষ্ঠ ও ৪৭ সপ্তম উইকেটে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়া দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ফাহিম আশরাফ ও আব্বাস আফ্রিদি।

আব্বাস আফ্রিদি ব্যক্তিগত ১৯ রানে আউট হওয়ার পর ফাহিম আশরাফ ফেরেন ইনিংস সর্বোচ্চ ৫১ রান করে। এরপরও লড়াইটা চালিয়ে গেছেন আহমেদ দানিয়েল। তবে শেষ পর্যন্ত ৮ উইকেটের হার সঙ্গী হয়েছে পাকিস্তানের।

পাকিস্তানের টপ-আডারের ছয় ব্যাটসম্যানের তিনজন এদিন ব্যক্তিগত শূন্য রানে আউট হয়েছেন।

Exit mobile version