এখনই ওয়ানডেকে বিদায় বলছেন না রোহিত শর্মা

গুঞ্জন উঠেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ভারতীয় অধিনায়ক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন! কিন্তু না, তা উড়িয়ে দিলেন ৩৭ বছর বয়সী এই ওপেনার।

রোববার রাতে দুবাইয়ে শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে রোহিত নিজ থেকেই তিনি বলে উঠলেন, ‘আরেকটি ব্যাপার, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না। নিশ্চিত করতে চাইছি যে, সামনে এগিয়ে যাতে কোনো গুঞ্জন না ছড়ায়। ঠিক আছে…?’

তবে আগামী মাসে তার বয়স পূর্ণ হবে ৩৮। আগামী ওয়ানডে বিশ্বকাপ এখনও আড়াই বছর ধরে। আপাতত এই সংস্করণের বড় আসর এই চ্যাম্পিয়ন্স ট্রফিই। সেই টুর্নামেন্টের ফাইনালে যখন খেলছে দল, অবসরের ভাবনা তো আসাই স্বাভাবিক।

ফাইনালের পর অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন রোহিত নিজেই বলেন, ‘ভবিষ্যৎ পরিকল্পনা… কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, যা চলছে, সেটিই চলবে…।’

এ কথা বলার পরে হয়তো তার মনে হয়েছে, ওই কথায় ধোঁয়াশা থেকে যেতে পারে। সংবাদ সম্মেলনের শেষে তাই পরিষ্কার করে দিয়েছেন নিজেই।

Exit mobile version