‘এটা বিব্রতকর, একটু লজ্জা লাগছে’-বুলবুল

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গত ২১ জুন শুরু হয়ে তা শেষ হয়েছে ২৮ জুন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আয়োজনের শেষ দিনে গিয়েছিলেন বরিশাল বিভাগে।

তবে বরিশাল স্টেডিয়ামে যাওয়ার পর স্থানীয় ক্রিকেটারসহ জাতীয় দলের ক্রিকেটাদের সঙ্গে কথা বলেন। পরে সংবাদমাধ্যমের সঙ্গকে বিসিবি সভাপতি বলেন, ‘এই মাত্র ক্রিকেটারদের সঙ্গে কথা বললাম। তারা চোখের পানি ফেলে বললো, এখানে কেন লিগ হয় না। এটা আমার জন্য সত্যিই বিব্রতকর। একটু লজ্জা লাগছে। ভবিষ্যতে এই ভুল আর করবো না।’

এছাড়া বুলবুল বলেন,‘ আমাদের যতটুকু সামর্থ্য আছে, সেটা কাজে লাগিয়ে বরিশালসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটের চাকা সচল রাখতে চাই। জেলা ক্রীড়া সংস্থা ও বোর্ড মিলে যেন নিয়মিত লিগ আয়োজন করতে পারে। এখান থেকেই আমরা খেলোয়াড় তুলে আনতে চাই, যারা একদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে। তবে যেহেতু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে লিগ শুরু করতে কিছুটা সময় লাগবে। আশা করি সবার সহযোগিতা পাবো।’

Exit mobile version