দেশের সবচেয়ে বড় লঙ্গার ভার্সন প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এবার সর্বাধিক রান সৌম্য সরকারের। বাঁহাতি এই ওপেনার খুলনা বিভাগের হয়ে করেছেন ৪৫.২১ গড়ে ৬৩৩ রান। এর মাধ্যমে ৪ বছর ৯ মাস আগে সর্বশেষ টেস্ট খেলা এই ব্যাটার নির্বাচকদের বার্তা দিলেন এই ফরম্যাটেও জাতীয় দলে ফেরার।
বর্তমানে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে যাওয়া-আসার মধ্যে আছেন সৌম্য সরকার। ৩২ বছর বয়সি এই বাঁহাতি টপঅর্ডার অবশ্য ওয়ানডেতে কিছুটা আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। আর টি-টোয়েন্টিতে গত ১ বছরে জায়গা পাননি। টেস্ট দলে তাকে নিয়ে কোনো আলোচনাই নেই।
এবার প্রথম শ্রেণির ক্রিকেট আসর এনসিএলে সেই আলোচনার রসদ জোগালেন সৌম্য সরকার। কারণ, খুলনা বিভাগের হয়ে এবার ১৪ ইনিংস ব্যাট করে ৪৫.২১ গড় ও ৭৬.৪৫ স্ট্রাইকরেটে সবচেয়ে বেশি ৬৩৩ রান করেছেন তিনি।
সৌম্য করেছেন ১টি সেঞ্চুরি ও ৪টি ফিফটি। রাজশাহী স্টেডিয়ামে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে ক্যারিয়ারের সেরা ১৮৬ রানের ইনিংস খেলেছেন এবার। মাত্র ২২২ বলে ২৪টি চার ও ৫টি ছক্কায় দুর্দান্ত সেই ইনিংসটি উপহার দেন সৌম্য।

তবে কি এবার টেস্ট দলেও ফিরবেন সৌম্য? নির্বাচকদের সেই বার্তাটা যেন দিয়েই রাখলেন এবারের পারফর্ম্যান্সে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে সর্বশেষ টেস্ট খেলেছেন সৌম্য। সবমিলিয়ে ১৬ টেস্ট খেলে তার রান ২৭.৭০ গড়ে ৮৩১। আছে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















