অস্ট্রেলিয়া-ভারত মেলবোর্ন টেস্টে দর্শক উপস্থিতি রেকর্ড গড়েছে। এ পর্যন্ত ৩,৫০,৭০০ জন দর্শক মাঠে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেছেন। যা সব থেকে বেশি। এর আগে ১৯৩৭ সালে একটি ম্যাচ ৩,৫০,৫৩৪ জন উপভোগ করেছিলেন।
এদিকে সোমবার পঞ্চম দিনের ম্যাচটি দেখার জন্য এরই মধ্যে ৫১,৩৭১ জন দর্শক মাঠে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আরও দর্শকের প্রত্যাশা করছেন কর্তৃপক্ষ।
দর্শকের এই উপস্থিতি টেস্ট ক্রিকেটের জন্য নিঃসন্দেহে এক সুখবর। প্রথম তিন দিনের প্রত্যেক দিন ৮৩ হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছেন। চতুর্থ দিনের উপস্থিতি সংখ্যা বেশ কম ছিল। এদিন ৪৩,৮৬৭ জন দর্শক উপস্থিত হয়েছিলেন।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একদিনে সর্বোচ্চ দর্শক সমাগম হয়েছিল ২০২২ সালে। টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচের দিন ৯০,২৯৩ জন দর্শক উপস্থিত হয়েছিল। একই বছর ভারত-জিম্বাবুয়ে ম্যাচে দর্শক উপস্থিতির সংখ্যা ছিল ৮২,৫০৭ জন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















