ফুটবল দুনিয়ায় বিরল এক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্টিন। ২০২৫ সালের এমএলএস অল-স্টার ম্যাচে এক মঞ্চে ফিরছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবং সাবেক সতীর্থ লিওনেল মেসি ও সের্হিও রামোস।
টেক্সাসের কিউটু স্টেডিয়ামে বসছে এই জমজমাট ফুটবল উৎসব। এল ক্লাসিকোর ঐতিহাসিক দুই কিংবদন্তি থাকছেন দুই প্রতিদ্বন্দ্বী লিগের প্রতিনিধিত্ব করে—মেসি খেলবেন এমএলএস অল-স্টার দলে, আর রামোস লিগা এমএক্স অল-স্টার স্কোয়াডে। শুধু একটি প্রদর্শনী ম্যাচ নয়, ফুটবলপ্রেমীদের জন্য এটি হয়ে উঠবে স্মৃতিময় এক ‘ফুটবল রিইউনিয়ন’।
মঙ্গলবার মাঠে গড়াবে স্কিলস চ্যালেঞ্জ, আর মূল অল-স্টার ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার রাতে। দুই লিগের সেরা তারকারা মুখোমুখি হবেন এই মহাযজ্ঞে।
বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন লিওনেল মেসি, অন্যদিকে রামোস মাঠে নামছেন সিএফ মন্তেরেইয়ের জার্সিতে। একসময় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের লড়াইয়ে ছিলেন প্রতিপক্ষ, পরে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত পিএসজির হয়ে হয়েছেন সতীর্থ। এই ম্যাচ যেন ফুটবলের এক যুগের শত্রুতা ও বন্ধুত্বের গল্পকে একসঙ্গে হাজির করছে। আরও একবার ফুটবল বিশ্ব একই মঞ্চে দেখবে মেসি-রামোস কে।
এমএলএস অল-স্টার দলে থাকছেন: ইরবিং ‘চুকি’ লোসানো (সান দিয়েগো এফসি), দিওগো রসি (কলম্বাস ক্রু), এভান্দের (এফসি সিনসিনাটি), জর্দি আলবা (ইন্টার মায়ামি)।
অন্যদিকে লিগা এমএক্স অল-স্টার দলে দেখা যাবে: হামেস রোদ্রিগেজ (লেয়োন), আলেক্সিস ভেগা (তোলুকা), সের্হিও কানালেস (মন্তেরেই)।
এমএলএস দলের দায়িত্বে থাকবেন নিকো এস্তেভেস (অস্টিন এফসি), আর লিগা এমএক্স স্কোয়াডের কোচ আঁদ্রে জারদিন (ক্লাব আমেরিকা)।
এমএলএসে ৩৮ বছর বয়সেও দারুণ ছন্দে রয়েছেন লিওনেল মেসি। সর্বশেষ সাত ম্যাচে করেছেন ১২ গোল, যার মধ্যে ৬ বার করেছেন জোড়া গোল। ১৮ ম্যাচে ১৮ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় রয়েছেন ন্যাশভিল এসসি’র স্যাম সুরিজের সঙ্গে যৌথভাবে শীর্ষে।
এই অল-স্টার ম্যাচের মাত্র এক সপ্তাহ পরই মাঠে গড়াবে লিগস কাপ ২০২৫, যেখানে অংশ নেবে এমএলএস ও লিগা এমএক্সের ১৮টি করে দল। ২৯ জুলাই শুরু হবে এই টুর্নামেন্ট, যা এবার হওয়ার কথা উত্তেজনায় ভরপুর এক আসর।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















