আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব। এ ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাধিক প্রবাসী খেলোয়াড়সহ ৩৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে তাদের নিয়ে শুরু হবে ক্যাম্প।
প্রাথমিকভাবে ডাক পাওয়া ৩৮ খেলোয়াড়ের মাঝে দুইজন প্রবাসী খেলোয়াড়। তাদের একজন বহুল আলোচিত হামজা চৌধুরী। অন্যজন ফাহমেদুল ইসলাম। তিনি ইতালি প্রবাসী। ইতালিয়ান ক্লাব ওলবিয়া কালসিও এফসিতে ফরোয়ার্ড পজিশনে খেলেন তিনি।
প্রাথমিক দলে বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের আধিক্য। সর্বাধিক ১৪ জন বসুন্ধরা কিংসের। আবাহনী থেকে ডাক পেয়েছেন ৮ খেলোয়াড়। মোহামেডানের রয়েছেন ৬ জন।
ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবন, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান।
ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















