গত নভেম্বরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ষষ্ঠবারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। তাঁদের বিশ্বকাপ জয়ে অন্যতম ভূমিকা পালন করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অ্যালকোহল সংশ্লিষ্ট ঘটনায় গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন এই অজি অলরাউন্ডার। একারণে তাঁকে বিশ্রাম দিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডের বাইরে রাখা হয়।
তবে এই অস্ট্রেলিয়ান তারকার বিশ্রাম বেশি দীর্ঘ হচ্ছেনা। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে দলের বাইরে থাকলেও ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরবেন ম্যাক্সওয়েল।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজে বিশ্রামে রাখা হয়েছে অজিদের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স এবং তারকা পেসার মিচেল স্টার্ককে।
ধারণা করা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরবেন তাঁরা। সেই সিরিজটিতে ফিরতে পারেন স্টিভ স্মিথও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি অর্থাৎ মোট ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবে অস্ট্রেলিয়া।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলঃ
মিচেল মার্শ (অধিনায়ক), শট অ্যাবট, জেসন বেরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা
