ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

জ্যাকব ডাফি

নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে দারুণ লড়াই করলেও দ্বিতীয় টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ওয়েলিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। এই ম্যাচের জয়ের ফলে তিন ম্যচের টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচ শেষে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে গেল। প্রথম টেস্ট ড্র হয়েছিল।

প্রথম টেস্টে হারের শঙ্কায় থাকলেও দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ চমৎকার ব্যাটিং করেছিল। যা তাদেরকে ড্রতে সহায়তা করেছিল। কিন্তু ওয়েলিংটন টেস্টের উভয় ইনিংসে ব্যর্থতার পরিচয় দিয়েছে সফরকারী ব্যাটাররা। প্রথম ইনিংসে ২০৫ রানে অল আউট হওয়া দলটি দ্বিতীয় ইনিংসে যেন ব্যাটিং ভুলে গিয়েছিল। ১২৮ রানে সব উইকেট হারায়। ফলে প্রথম ইনিংসে ২৭৮ রান করা নিউজিল্যান্ডের সমানে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫৬ রান। এক উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সে লক্ষ্যে পৌঁছে যায়।

কিউই পেসার জ্যাকব ডাফির সামনে উইন্ডিজ ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। একাই নিয়েছেন ৫ উইকেট। মাত্র ৩৮ রানে ৫ উইকেট নেওয়া এ পেসার ম্যাচ সেরাও হয়েছেন। প্রথম ইনিংসে এক উইকেট নিয়েছেন। উইন্ডিজ ব্যাটিং লাইনে ধস নামাতে তার সঙ্গে হাত মিলিয়েছিলেন মাইকেল রে। তার শিকার ৩ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের কাভেম হজ ছিলেন সর্বোচ্চ স্কোরার। প্রথম ইনিংসে রানের খাতা খুলতে ব্যর্থ হজ এ ইনিংসে ৩৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ ছয় ব্যাটার দুই অঙ্কের রানে যেতে ব্যর্থ হন।

এ জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ড চতুর্থ স্থানে উঠে এসেছে। তাদের পয়েণ্ট ৬৬.৬৭। ওয়েস্ট ইন্ডিজ সবার নিচে। তাদের পয়েন্ট ৪.৭৬। সবার ওপরে রয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্ট ১০০.০০। পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা।

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০৫ ও ১২৮।
নিউজিল্যান্ড: ২৭৮/৯ ও ৫৭/১।
ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।

Exit mobile version