দুবাইয়ে চলছে ভারত-নিউজিল্যান্ডের মহারণ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই দলের ক্রিকেটাররা যখন মাঠে লড়ছেন তখন গ্যালারিসহ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় কঠোর সতর্ক অবস্থান নিয়েছে দুবাই পুলিশ। ম্যাচ চলাকালীন এবং পরবর্তী সময়ে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্যই এই সতর্ক অবস্থান।
মূলত ভারত ও অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচে এক দর্শক মাঠে ঢুকে পড়েছিলো তারই প্রেক্ষিতে ফাইনাল ম্যাচকে ঘিরে পুলিশের এই কঠোর অবস্থান।। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ ও ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে, ফাইনালের দিন যেন দর্শকরা কোনো ক্রীড়া আইন লঙ্ঘন না করে, সেজন্যও বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
কেউ আইন লঙ্ঘন করলে ‘এক থেকে তিন মাসের কারাদণ্ড কিংবা ৫০০০ (১ লাখ ৬৫ হাজার টাকা) থেকে ৩০ হাজার (প্রায় ১০ লাখ টাকা) আমিরাতি দিরহাম জরিমানা করা হতে পারে। অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা এড়াতে দর্শকদের নিয়মকানুন মানার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শুধু ক্রিকেট নয়, এর আগেও সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকটি ফুটবল ম্যাচে নিয়ম ভঙ্গের কারণে সমর্থক আটক করা হয়েছিল । এবার যাতে কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়াতে না পারে, সেজন্য আগের ঘটনাগুলোর ঝাপসা করা ছবি প্রকাশ করেছে পুলিশ। এর মাধ্যমে দর্শকদের বার্তা দেওয়া হয়েছে, কেউ আইন ভঙ্গ করলে তাকে অবশ্যই শাস্তির মুখে পড়তে হবে।
এছাড়া যেকোনো ধরনের ঝুঁকিপূর্ণ সামগ্রী, আতশবাজি, আগুনের ফুলকি বা অন্য কোনো বিপজ্জনক বস্তু নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেউ এই নিয়ম না মানলে তাৎক্ষণিকভাবে কড়া শাস্তির মুখোমুখি হতে হবে। পাশাপাশি, সহিংসতা, বর্ণবাদী মন্তব্য, রাজনৈতিক স্লোগান বা ব্যানার প্রদর্শনের ক্ষেত্রেও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















