কলম্বোতে প্রথম ইনিংসে আড়াইশও করতে পারল না বাংলাদেশ

কলম্বো টেস্টের প্রথম দিনেই টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়েছিল টাইগাররা। এদিন উইকেটে সেট হয়েও বড় স্কোর গড়তে পারেননি কেউই। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংস টিকল আরও ৫১ বল। এবাদত ও তাইজুলের ব্যাটে যোগ হয়েছে আরও কিছু রান। তবে শেষ পর্যন্ত আড়াইশ’র আগেই গুটিয়ে গেল টাইগাররা।

ফলে কলম্বোর এসএসসি গ্রাউন্ডসে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বাংলাদেশ গুটিয়ে গেছে ৭৯.৩ ওভারে ২৪৭ রানে। বল হাতে শ্রীলঙ্কার সফলতম বোলার এই টেস্টেই অভিষিক্ত সোনাল দিনুশা। ৯.৩ ওভারে মাত্র ২২ রানে ৩ উইকেট শিকার করেছেন দিনুশা। ৩ উইকেট শিকার করেছেন আসিতা ফার্নান্দোও।

আগে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২০ রান তোলা বাংলাদেশ আজ সকালে দিনের তৃতীয় ওভারেই এবাদত হোসেনকে (৮) হারায়। মাত্র ৩ রান যোগ করেই আসিতার বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। দলের রান তখন ২২৯।

দশম উইকেট জুটিতে নাহিদ রানাকে নিয়ে ১৮ রান যোগ করেন তাইজুল, যেখানে নাহিদ ৭ বল খেলেও কোনো রান করতে পারেননি। শেষ পর্যন্ত দিনুশার বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন তাইজুল। তার আগে ৬০ বলে ৫ চারে ৩৩ রান করেন এই বাঁহাতি।

এর আগে গতকাল টস জিতে ব্যাট করতে নেমে বিজয় শূন্য, সাদমান ইসলাম ৪৬. মুমিনুল ২১, মুশফিক ৩৫, লিটন ৩৪, মিরাজ ৩১ রান করে বিদায় নেন। ৯ নম্বরে নামা তাইজুল ৬০ বলে ৩৩ রান করেন। নম্বরে নামা নাঈম হাসান ২৫ রান করেন।

Exit mobile version