গল টেস্টে দারুণ ব্যাটিং করলেও কলম্বোতে ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম দিনটা হতাশা নিয়েই শেষ করে বাংলাদেশ। দিন শেষে টাইগারদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২২০ রান। এ দিন ইনিংস লম্বা করতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটার। সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে, ৯৩ বলে ৪৬ রান।
প্রথম টেস্টে দারুণ পারফরম্যান্স করেছেন শান্ত-মুশফিকরা। যে কারণে জয় না পেলেও সে ম্যাচ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। তবে পরের ম্যাচেই ব্যাটারদের সেই পুরোনো রোগ। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে ফিরেছেন সাজঘরে।
দিনের খেলা শেষে টাইগার ওপেনার সাদমান ইসলাম এসেছিলেন সংবাদ সম্মেলনে। সাদমান বলেন, ‘দিনটা হয়তো আমাদের ছিল না।’
এছাড়া এই ওপেনার বলেন, ‘উইকেট কিছুটা স্লো। আমরা হয়তো ভালোই যাচ্ছি। ইনশাল্লাহ আশা করছি ভালো বল করলে কামব্যাক করতে পারবো। উইকেট ভালোই ছিলো, মুভমেন্ট তেমন ছিল না। আমরাই উইকেট ছুঁড়ে দিয়ে এসেছি। ইনশাল্লাহ দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারবো আমরা।’
ব্যাটারদের ব্যর্থতার কারণ নিয়ে সাদমান বলেন,‘কেউ তো আর ইচ্ছা করে আউট হতে চায় না। হয়তো আমরা ব্যাটাররা সবাই সেট হয়ে আউট হয়েছি, হয়তো এটা আমাদের খারাপ দিন ছিলো। ইনশাল্লাহ আমরা দ্বিতীয় ইনিংসে ভালোভাবে কামব্যাক করবো।
সাদমান আরও বলেন, ‘শটস না খেললে তো রান হবে না। গলেও আমরা ভালোই শট খেলেছি, যেগুলা ভালোই বাউন্ডারি আসছে। আজকে হয়তো সবাই…, হয়তো দিনটা আমাদের ছিলো না।’
দুই ম্যাচ সিরিজের প্রথমটি ড্র করেছে দুই দল। যে কারণে দ্বিতীয় ও শেষ ম্যাচটা এখন সিরিজ নির্ধারণী।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















