শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে গলে ভালো করলেও, কলম্বোতে বাংলাদেশের গেম প্ল্যানে ভুল ছিল। টেস্টের প্রথম দিনে লঙ্কানদের ভালো বোলিংয়ের বিপরীতে ব্যাটাররা ছুটেছে রানের জন্য। অন্যদিকে বোর্ডে কম রান থাকার পরও উইকেটের টার্গেট ছিল বোলারদের। আর সেটাই কাল হয়েছে বাংলাদেশের।
এমনই মন্তব্য করেছেন শ্রীলঙ্কান ধারাভাষ্যকার রোশান আবেসিংহে। নাহিদ রানাকে একাদশে রাখা ইতিবাচক বললেও, বোলিং কন্ট্রোলে আরও বেশি দক্ষ হওয়ার তাগিদ দিয়েছেন। গল থেকে কলম্বো। বাংলাদেশের পারফরম্যান্স বদলে পুরো ৩৬০ ডিগ্রি।
অথচ লঙ্কানরা ঠিকই ছিল ধারাবাহিক। গলে আধিপত্য দেখাতে না পারলেও, এসএসসিতে ম্যাচ জিতেছে ইনিংস ব্যবধানে। সময় সংবাদকে রোশান আবেসিংহে বলেন, ‘কলম্বো টেস্ট নিয়ে শুরু থেকে যদি বলি, প্রথম দিন শ্রীলঙ্কা দারুণ বোলিং করেছে। ব্যাটাররা রান পাচ্ছিল না। দ্বিতীয় দিনে উইকেট ব্যাট করার জন্য ভালো ছিল। অথচ বাংলাদেশের ব্যাটাররা রানের জন্য অস্থির হয়ে গিয়েছিল প্রথম দিনই। তারা রান করতে গিয়ে উইকেট দিয়েছে৷ এটা প্রথম ভুল। বোলিংয়ে যখন আসলো তখন তাদের বোর্ডে ২৪৭ রান। যা টেস্টের প্রথম ইনিংসে একেবারেই কম।
`রান চেক দিয়ে বোলিং করার জায়গায় তারা উইকেটের জন্য বল করেছে। যদি রান চেক দিয়ে বল করতো, তাহলে শ্রীলঙ্কা রান তুলতে গিয়ে ভুল করতো, উইকেট আসতো। আর দ্বিতীয় ইনিংসে যখন প্রতিপক্ষের ২১১ রানের লিড বোর্ডে তখন আসলে কিছু করার থাকে না। প্রথম ইনিংসেই বাংলাদেশ ম্যাচ থেকে বের হয়ে গেছে।’
এছাড়া রোশান আবেসিংহে বলেন, ‘আমার মনে হয় না নাহিদ রানাকে এই টেস্টে নেয়া ভুল হয়েছে। তাকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। সে এমন একজন বোলার যে দলকে অতিরিক্ত গতি দিতে পারে। ১৪৫ কিলোমিটারের বেশি গতিতে বল করা সাধারণ বিষয় নয়। তবে একটা বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার তা হলো কন্ট্রোল। তাকে বোলিংয়ে নিয়ন্ত্রণ করা শেখাতে হবে। তার দ্বিতীয় ও তৃতীয় স্পেল দারুণ ছিল। নাঈম হাসানও দারুণ বোলিং করেছে। আমি বুঝলাম না কেন তাকে এত দেরিতে বোলিংয়ে আনা হলো।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















