দীর্ঘ সময় ধরে কাঁধের চোট নিয়ে খেলে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। স্ট্র্যাপিং করে মাঠে নামা যেন তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। তবে এবার সেই সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রোববার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে একটি গোল করেছেন বেলিংহ্যামও। খেলা শেষে নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলে তিনি জানান, “ব্যথা সহ্য করা এখন আর কঠিন নয়, তবে স্ট্র্যাপিং করে খেলতে খেলতে হাঁপিয়ে উঠেছি। অতিরিক্ত ঘামের কারণে ওজনও কমে যাচ্ছে। তাই ক্লাব বিশ্বকাপ শেষেই অস্ত্রোপচারে যাব।”
তিনি আরও বলেন, “অনেক দিন ধরে অপেক্ষা করেছি, কিন্তু ধৈর্য ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। চিকিৎসক ও ফিজিওরা দারুণভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন। তবে আমি নিজেকে আরেকটু মুক্তভাবে অনুভব করতে চাই।”
এই চোট থেকে চূড়ান্ত মুক্তি পেতে হলে অস্ত্রোপচারই একমাত্র পথ বলে মনে করছেন চিকিৎসকরা। তবে অস্ত্রোপচারের পর বেলিংহ্যামের মাঠে ফিরতে কতটা সময় লাগবে, তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে ক্লাব বা বেলিংহ্যাম কেউই নির্দিষ্ট সময়সীমা জানাননি।
রিয়াল মাদ্রিদের জন্য বেলিংহ্যামের এই সিদ্ধান্ত বড় এক ধাক্কা হতে পারে। কারণ মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এই মিডফিল্ডারকে হারানো মানে মাঝমাঠে ভারসাম্যের অভাব। তবে দীর্ঘমেয়াদে চিন্তা করলে এই সিদ্ধান্তই হতে পারে সবচেয়ে সঠিক পথ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















