উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে লজ্জা থেকে রেহাই পেয়েছে শিরোপা প্রত্যাশী বায়ার্ন মিউনিখ। ষষ্ঠ রাউন্ডের খেলায় স্পোর্টিং লিসবনের বিপক্ষে তারা আত্মঘাতি গোল হজমে হারের শঙ্কায় পড়েছিল। তবে টিনএজার তারকা লেনার্ট কার্লের চমৎকার পারফরম্যান্সে ভর করে দলটি শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় পেয়েছে।
নিজেদের মাঠের খেলায় প্রথমার্ধে গোলশূন্য থাকা ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। গোল হজমের পরপরই চমক দেখায় স্বাগতিক দলটি। মাত্র ১২ মিনিটের মধ্যে তারা স্পোর্টিং গোলরক্ষককে তিনবার জাল থেকে বল কুড়াতে বাধ্য করে। একে একে সার্গে ন্যাবরি, লেনার্ট কার্ল ও জোনাথন টাহ গোল করেন।
বায়ার্নের পাওয়া ৬৯ মিনিটে গোলটি ছিল কার্লের। তার আগে ৬৫ মিনিটে সার্গে ন্যাবরি ও ৭৭ মিনিটে জোনাথন টাহ গোল করেন। এ ম্যাচের গোলের মাঝ দিয়ে একটা কীর্তি গড়েছেন এ টিনএজার তারকা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১৭ বছর ২৯১ দিনের কার্ল টানা তিন ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালেন। গত অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো মাঠে নামা কার্লের এটা ছিল চতুর্থ ম্যাচ।
এ জয়ের ফলে বায়ার্ন মিউনিখ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্ট ৬ ম্যাচে ১৫। সমান পয়েন্ট নিয়ে আর্সেনাল সবার ওপরে। তবে তারা একটা ম্যাচ কম খেলেছে। বায়ার্নের অবশ্য দ্বিতীয় স্থান হারানোর যথেষ্ঠ শঙ্কা রয়েছে। প্যারিস সেন্ত জার্মেই তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে। পাঁচ ম্যাচ থেকে ১২ পয়েন্ট তাদের। ষষ্ঠ রাউন্ডের খেলায় তারা জয় পেলেই বায়ার্নকে পেছনে ঠেলে দেবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















