ইংল্যান্ডের হেডিংলিতে চলমান টেস্টে ভারতের পেসার বুমরাহ ভেঙে দিয়েছেন ওয়াসিম আকরামের করা ২৪ বছরের পুরোনো এক রেকর্ড। এই টেস্টে তিন উইকেট নিয়েই পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের ২৪ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙেছেন বুমরাহ।
এশিয়ার বাইরে ক্রিকেটের পরাশক্তি চার দেশের দ. আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই চার দেশের বিপক্ষে এশিয়ান বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি এতদিন ওয়াসিম আকরামের নামে ছিল।
গতকাল শনিবার ৩ উইকেট নিয়ে তাকে ছাড়িয়ে গেলেন বুমরাহ। টেস্টের মাত্র ৬০ ইনিংসে তিনি সেনা দেশের বিপক্ষে ১৪৮ উইকেট শিকার করলেন।
চার দেশের বিপক্ষে এশিয়ান বোলারদের সর্বোচ্চ টেস্ট উইকেট
জাসপ্রিত বুমরাহ –১৪৭*
ওয়াসিম আকরাম –১৪৬
অনিল কুম্বলে –১৪১
ইশান্ত শর্মা –১৩০
মোহাম্মেদ শামি –১২৩
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














