কুস্তি ফেডারেশনে সভাপতির পদে পরিবর্তন

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কুস্তি ফেডারেশনের সভাপতি পদে পরিবর্তন এনেছে। গতকাল ঘোষিত পুনর্গঠিত কমিটিতে সাবেক সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দারকে সরিয়ে সহ-সভাপতি আশিক সাঈদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে গত কয়েক মাসে কুস্তি ফেডারেশনে এটি তৃতীয় দফা কমিটি পরিবর্তন।

প্রথম ঘোষিত কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন মাহবুবুল আলম জীবন। অসুস্থতা ও বার্ধক্যের কারণে তাকে সরিয়ে গত ১ জুন দায়িত্ব পান মেজবাহ উদ্দিন আজাদ। একই সঙ্গে যুগ্ম সম্পাদক পদে ফারুক উদ্দিন আহমেদের পরিবর্তে একেএম আব্দুল মবিন নিয়োগ পান। এবার সভাপতির আসনে এলো বড় পরিবর্তন।

গত বছর ১২ সেপ্টেম্বর এনএসসি একযোগে ৪২টি ফেডারেশনের সভাপতি অপসারণ করেছিল। এরপর সার্চ কমিটির সুপারিশে ধাপে ধাপে অ্যাডহক কমিটি গঠন হয়। তবে ঘোষিত কোনো সভাপতিকে এতদিন সরানো হয়নি। ফলে কুস্তি ফেডারেশনের এই সিদ্ধান্ত ক্রীড়াঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

ফখরুদ্দিন হায়দার মূলত পরিচিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক হিসেবে। পাশাপাশি প্যারা অলিম্পিক কমিটিতেও যুক্ত ছিলেন। সম্প্রতি বিওএ’র গঠনতন্ত্র যুগোপযোগী কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তার সঙ্গে এনএসসি’র দূরত্ব তৈরি হয়েছিল বলে ক্রীড়া মহলে গুঞ্জন রয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ তাদের আইনগত ক্ষমতার ভিত্তিতে এই পরিবর্তন করেছে বলে জানানো হয়েছে। এনএসসি’র নথি অনুযায়ী, “ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট ফেডারেশনের নির্বাহী সভা করে নির্ধারণ করা হয়”—তবে এই ধরণের পদ সাম্প্রতিক সময়ে কোনো কমিটিতে দেখা যায়নি। কুস্তি ফেডারেশনের ক্ষেত্রে এবার আনুষ্ঠানিক অফিস আদেশের মাধ্যমে এ পরিবর্তন কার্যকর করা হয়েছে।

এ পরিবর্তনের পর ফেডারেশনের কার্যক্রমে কী প্রভাব পড়বে, তা এখন ক্রীড়া মহলের নজরে।

Exit mobile version