অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো ২০২৫ সালের এশিয়া কাপের সম্পূর্ণ সূচি। সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এই টি-টোয়েন্টি আসর শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর, আর ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ২৮ সেপ্টেম্বর। আট দলের অংশগ্রহণে এবারের টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং।
ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা শেষেও যখন চূড়ান্ত সূচি নিয়ে ধোঁয়াশা কাটেনি, তখন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সুখবরটি জানান। তিনি নিশ্চিত করেন, আসর শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং শেষ হবে ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে। পরে এক পোস্টে তিনি বিস্তারিত সূচিও প্রকাশ করেন।
এবারের আসর টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। আটটি দল অংশ নিচ্ছে— ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আমিরাতে।
দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। তুলনামূলক সহজ গ্রুপ ‘বি’-তে পড়েছে বাংলাদেশ, যেখানে তাদের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।
গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের ম্যাচগুলোর সূচি নিম্নরূপ:
১১ সেপ্টেম্বর: হংকংয়ের বিপক্ষে, ১৩ সেপ্টেম্বর: শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর: আফগানিস্তানের বিপক্ষে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৯ সেপ্টেম্বর মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর, আর গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুই দল নিয়ে ২০ সেপ্টেম্বর শুরু হবে সুপার ফোর পর্ব। ২৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে জমজমাট ফাইনাল।
প্রথমে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা ছিল ভারতের মাটিতে। তবে ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান দল ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়। তাই নিরপেক্ষ ভেন্যু হিসেবে নির্ধারিত হয় সংযুক্ত আরব আমিরাত, যদিও আয়োজক হিসেবে ভারতই থাকছে।
