কোন বল না গড়িয়েই মিরপুর টেস্টে ‘লাঞ্চ ব্রেক’

আলো স্বল্পতায় প্রথম দিন কম খেলা হওয়ায় দ্বিতীয় দিন ১৫ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা ছিলো কিন্তু ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন খেলাই শুরু হয়নি। গুড়ি গুড়ি বৃষ্টি থেকে উইকেট বাঁচাতে তা ঢেকে রাখা হয়েছে। ফলে কোন মাঠে কোন বল না গড়িয়েই শেষ হয়েছে দিনের প্রথম সেশনটা।

আবহাওয়া পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা আছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মিগজাউম ভারতের অন্ধ্রপ্রদেশের উত্তর ও উড়িষ্যা রাজ্যের দক্ষিণে অবস্থান করছে।

Exit mobile version