থেমে থেমে চলছে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। একই সঙ্গে চলছে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। এর মধ্যে আভাস পাওয়া যাচ্ছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার। আগামী ৭ ডিসেম্বর ২০২৪ সালের কোপা আমেরিকা ড্র।
দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের এ লড়াই সাধারণত চার বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে। তবে ব্যতিক্রম যে নেই, তা নয়। বরং উল্লেখযোগ্য ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেবে। এর মধ্যে উত্তর আমেরিকার দেশের সংখ্যা ছয়।
দক্ষিণ আমেরিকা শ্রেষ্ঠত্বের লড়াই হলেও এবারের টুর্নামেন্টে আয়োজক যুক্তরাষ্ট্র। এর আগে দুইবার তারা এ টুর্নামেন্টের আয়োজন করেছে। সর্বশেষ ২০১৬ সালে তারা আয়োজক হয়েছিল। ২০২১ সালে ব্রাজিলকে ব্রাজিলের মাটিতে হারিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা শিরোপা জয় করে। আর এটা মেসির প্রথম বড় কোনো আন্তর্জাতিক শিরোপা।
১৬ দল অংশ নিলেও এখন পর্যন্ত ১৪ দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বাকি দুই দল কারা তা এখনো চূড়ান্ত হয়নি। এ দুটো দল হবে হন্ডুরাস বা কোস্টারিকা এবং কানাডা বা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
ড্র অনুষ্ঠানে কোন দল কোন পটে থাকবে তা এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। তাতে একটা বিষয় নিশ্চিত হয়েছে যে, দুই চির প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে না। একই বিষয় কনকাকাফ অঞ্চলের দুই চির প্রতিদ্বন্দ্বী দল যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর বেলায়। কেননা এক নম্বর পটে থাকবে এই চারটি দল।
দুই নম্বর পট সাজানো হয়েছে উরুগুয়ে, কলাম্বিয়া, পেরু ও ইকুয়েডরকে নিয়ে। তিন নম্বর পটে থাকবে চিলি, ভেনেজুয়েলা, পানামা ও প্যারাগুয়ে। আর চার নম্বর পটের দলগুলো হলো- জ্যামাইকা, বলিভিয়া, হন্ডুরাস/কোস্টারিকা ও কানাডা/ত্রিনিদাদ ও টোবাগো। ফলে একটা গ্রুপ পুরোপুরি দক্ষিণ আমেরিকা অঞ্চলের চার দল নিয়ে গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৪ কোপা আমেরিকা শুরু হবে আগামী বছরের ২০ জুন। শেষ হবে ১৪ জুলাই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















