কোর্তোয়ায় ভরসা রাখছেন জাবি আলোনসো

ট্রান্সফার উইন্ডো

ছবি : কালেক্টেড

থিবো কোর্তোয়ার সঙ্গে চুক্তি নবায়ন করলো রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন অভিজ্ঞ বেলজিয়ান গোলরক্ষক। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।

আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালে। তবে তার আগেই কোর্তোয়ার সঙ্গে চুক্তি বাড়িয়ে ভবিষ্যতের পরিকল্পনায় আস্থা দেখালো রিয়াল। তার উপর ভরসা রেখেছেন রিয়ালের নতুন কোন জাবি আলোনসো নিজেই।

২০১৮ সালে রিয়ালে যোগ দেয়ার পর থেকেই কোর্তোয়া নিজেকে বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার উপস্থিতিতে ক্লাব জিতেছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগাসহ একাধিক শিরোপা।

রিয়ালের নিয়ম অনুযায়ী সাধারণত ৩০ বছরের বেশি বয়সী ফুটবলারদের সঙ্গে এক বছরের বেশি মেয়াদের চুক্তি হয় না। তবে কোর্তোয়ার ক্ষেত্রে সেই নিয়মে ছাড় দিয়েছে ক্লাব। সাম্প্রতিক সময়ে ক্লাব বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস লিগে তার গুরুত্বপূর্ণ অবদানেই এমন সিদ্ধান্ত নিয়েছে রিয়াল।

কোচ জাবি আলোনসো বলেছেন, ‘থিবোর মতো গোলরক্ষক দলে থাকা মানে অতিরিক্ত আত্মবিশ্বাস পাওয়া। তার একার হাতেও ম্যাচের ভাগ্য বদলে যেতে পারে।’

২০২৪-২৫ মৌসুমে প্রত্যাশামতো ফল পায়নি রিয়াল মাদ্রিদ। তবে পরের মৌসুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে ক্লাব। ইতোমধ্যে দলে যুক্ত হয়েছে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ডিন হুইসেন, আলভারো ক্যারেরাস এবং ফ্র্যাঙ্কো মাস্তানটুনোর মতো তরুণ ফুটবলাররা।

ক্লাব ক্যারিয়ারের শুরুতে কোর্তোয়া খেলেছিলেন বেলজিয়ামের জেঙ্কের হয়ে। এরপর চেলসিতে সাত মৌসুম কাটিয়ে তিন বছর লোনে ছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদে। এরপর ২০১৮ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। ২০১৮ তে রিয়ালে আসার পরে ক্লাব ক্যারিয়রের সর্বোচ্চ সম্মান চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন তিনি। ২০২৩-২৪ সিজনে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে ছিল তার বিশেষ অবদান।

জাতীয় দল থেকে ২০২৪ সালে অবসর নিয়েছিলেন কোর্তোয়া। বেলজিয়াম কোচ টেডেস্কোর অধীনে প্রথম একাদশে নিয়মিত না থাকায় তিনি সরে দাঁড়ান। তবে চলতি বছরই সিদ্ধান্ত বদলে আন্তর্জাতিক ফুটবলে ফেরার ঘোষণা দেন ৩৩ বছর বয়সী এই তারকা।

Exit mobile version