মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত কোল্ডপ্লে কনসার্টে এক বিশেষ মুহূর্তে কিস ক্যামের লেন্সে ধরা পড়লেন ফুটবল জাদুকর লিওনেল মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। তিন পুত্রসহ স্ত্রীকে নিয়ে প্রাইভেট সুইটে কনসার্ট উপভোগ করছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। একেবারে আরামদায়ক মেজাজে ছিলেন দু’জনে, মুখে ছিল প্রশান্ত হাসি।
কনসার্ট চলাকালীন হঠাৎ কিস ক্যামে ভেসে ওঠে মেসি-আন্তোনেলার সেই মুহূর্ত। জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে তাঁদের হাসিমাখা মুখ। ক্যামেরার দিকে তাকিয়ে দু’জনেই হাত নাড়ান। গোটা স্টেডিয়াম তখন ‘মেসি, মেসি’ ধ্বনিতে উত্তাল হয়ে ওঠে।
এই অসাধারণ দৃশ্য দেখে মঞ্চ থেকে কৃতজ্ঞতা জানান কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। “আজকে আপনি আমাদের ব্যান্ডের পারফরম্যান্স দেখতে এসেছেন তাই অনেক ধন্যবাদ। মেসি সর্বকালে সেরা তারকা।” — বলেই গর্বের সঙ্গে মেসিকে স্বাগত জানান তিনি।
এর আগেও এই কিস ক্যাম ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল যখন মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রন তাঁর প্রেমিকার সঙ্গে কনসার্টে ধরা পড়েন। বিষয়টি নিয়ে তখন “হয় এরা পরকীয়া করছে নয়তো বড্ড বেশি লাজুক” — এই মজার মন্তব্য করেন ক্রিস মার্টিন।
তবে মেসির ক্ষেত্রে মুহূর্তটি ছিল একেবারেই পারিবারিক ও হৃদয়গ্রাহী, যা এখন ইন্টারনেটজুড়ে ভাইরাল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














