লিগস কাপের কোয়ার্টার ফাইনালে জাতীয় দলের সতীর্থ অ্যাঞ্জেল কোরের মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির পাশাপামি কোরের দল টাইগ্রেস ইউএএনএল কোয়ার্টার ফাইনালে উঠেছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মেসির ইন্টার মায়ামি ও কোরের টাইগ্রেস মুখোমুখি হবে।
ইন্টার মায়ামি আগেই কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছিল। তারা অপেক্ষায় ছিল কোয়ার্টার ফাইনালের প্রতিক্ষের জন্য। অবশেষে শেষ ম্যাচে হেরেও টাইগ্রেস কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। প্রথম দুই ম্যাচে জয় পাওয়া টাইগ্রেস শেষ ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির কাছে ২-১ গোলে হেরে গেছে। তা সত্ত্বেও সুবিধাজনক অবস্থায় থাকার সুবাদে তারা কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছে।
কোয়ার্টার ফাইনালের দিন তারিখ চূড়ান্ত হয়নি। তবে কোরের বিপক্ষে হয়তো লিওনেল মেসির খেলা হবে না। ইনজুরির কারণে তিনি বর্তমানে মাঠের বাইরে রয়েছেন। ফলে ইন্টার মায়ামির জন্য ম্যাচটা একটু কঠিন হয়ে যেতে যারে। নিজেদের গ্রুপে মায়ামি তিন ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে শেষ চারে উঠেছে। আর টাইগ্রেসের পয়েন্ট ৬। তবে টাইগ্রেসের সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন কোরে। নিজ দলের তো বটেই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা বিশ্বকাপ জয়ী তারকা কোরে। দুই গোল তার। অন্যদিকে মেসি লিগস কাপে এখনো কোনো গোল পাননি।
ইনজুরির কারণে মেসি লিগস কাপের শেষ ম্যাচে খেলতে পারেননি। কোয়ার্টার ফাইনালেও তার খেলার সম্ভাবনা কম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















