চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই দলে ফিরছেন স্টিভেন স্মিথ। আঙুলের চোট কাটিয়ে মাঠে ফিরতে নিউইয়র্কে এক ব্যতিক্রমধর্মী অনুশীলন করেছেন অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেম্বা বাভুমার ক্যাচ নিতে গিয়ে স্মিথের ডান হাতের আঙুলে চোট পান তিনি। অস্ত্রোপচার না করলেও চিকিৎসার কারণে তিনি মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্ট, যা ছিল তার টানা ৫১ টেস্টের পর প্রথম বাইরে থাকা ম্যাচ।
চোটে থাকা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে রাখা হয় স্মিথকে। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে ছিলেন না তিনি। সেই সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বেসবল ব্যাটিং কেজে টেনিস, সফট এবং পরে শক্ত বল দিয়ে অনুশীলন করেন স্মিথ
গত (২৯ জুন) ওয়েস্ট ইন্ডিজে ফিরে স্মিথের আঙুলের সেলাই খুলে দেয়া হয়, এবং একটি পাতলা স্প্লিন্ট দেয়া হয় যাতে গ্লাভস পরে ব্যাটিং করতে সমস্যা না হয়। মঙ্গলবার (১ জুলাই) গ্রেনাডায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিবেন স্মিথ।
এ বিষয়ে স্মিথ বলেন,‘ব্যথা বা অস্বস্তি কিছুই অনুভব করছি না। এখন স্প্লিন্টে অভ্যস্ত হয়ে গেছি। বল খেলতে ভালোই লাগছে। স্লিপ নয়, সম্ভবত মিড-অন, মিড-অফ বা ফাইন লেগে ফিল্ডিং করব। এটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে আমার জন্য।’ আগামী বৃহস্পতিবার (৩ জুলাই) গ্রেনাডায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














