বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাম্প্রতিক সময়ে হোম সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়ে বড় ধরনের সংকটে পড়েছে। খেলার মান, প্রশাসনিক অস্থিরতা, দুর্নীতির অভিযোগ এবং তারকা ক্রিকেটারদের অনুপস্থিতির কারণে দর্শকদের আগ্রহ কমেছে। ফলস্বরূপ, বিসিবির ঘোষিত সম্প্রচার স্বত্বের দরপত্রে কোনো প্রতিষ্ঠানই আগ্রহ দেখায়নি।
১২ জুন ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১২ জুলাই ২০২৫ থেকে ১৫ জুন ২০২৭ পর্যন্ত হোম সিরিজের সম্প্রচার স্বত্বের দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমার শেষ সময় ছিল ৮ জুলাই, কিন্তু কোনো প্রতিষ্ঠান সাড়া দেয়নি। বিসিবি শর্ত দিয়েছিল ১০ লাখ মার্কিন ডলার সিকিউরিটি ডিপোজিট, যা অনেক প্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
প্রথম দফায় সংশোধনী এনে শর্ত শিথিল করলেও তাতেও ফল মেলেনি। এরপর ৪ জুলাই আবার নতুন করে সংশোধনী এনে শুধু পাকিস্তান সিরিজের জন্য আলাদা দরপত্র আহ্বান করা হয় এবং সময়সীমা বাড়ানো হয় ২১ আগস্ট পর্যন্ত।
সবমিলিয়ে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে হোম সিরিজ থাকলেও সম্প্রচার প্রতিষ্ঠানের আগ্রহ না থাকায় চরম অস্বস্তিতে বিসিবি। সংশ্লিষ্টদের মতে, ওটিটি এবং টিভি বিজ্ঞাপনের বাজারে বড় ধরনের ধসই এর পেছনে মূল কারণ।
এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজও কোনো সম্প্রচারক না পেয়ে বিটিভিতে দেখাতে বাধ্য হয়েছিল বিসিবি। একই পরিণতি হতে পারে পাকিস্তান সিরিজের ক্ষেত্রেও, যদি নতুন কোনো সম্প্রচার সংস্থা আগ্রহ না দেখায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















