মাত্র ৯ মাসের মাথায় ফারুক আহমেদকে সিরিয়ে বিসিবির নতুন সভাপতি ঘোষণা করা হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তার আগে (৩০ মে) ফারুকের পরিচালক পদ থেকে মনোনয়ন বাতিলের দিনে জাতীয় ক্রীড়া পরিষদ কাউন্সিলর হিসেবে মনোনীত করে বুলবুলকে। এনএসসির ক্ষমতাবলে বিসিবির পরিচালক হয়েছেন তিনি। তারপর হয়েছেন বিসিবির প্রেসিডেন্ট।
এর আগে সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছিল আইসিসি। সরকারি হস্তক্ষেপের প্রভাব যেকোনো দেশের ক্রিকেট বোর্ডে পড়লে কঠোর অবস্থান নেয় আইসিসি। ফলে শঙ্কা জেগেছিল যে, এনএসসির সরাসরি হস্তক্ষেপে নিষেধাজ্ঞায় পড়তে পারে বিসিবিও।
এ ব্যাপারে বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শনিবার বলেন,‘ক্রিকেটের অবনমন আর বিপিএল অব্যবস্থাপনার জন্যই ফারুক আহমেদকে সরিয়েছে এনএসসি। আইসিসির নিয়ম মেনেই তাকে অপসারণ করা হয়েছে। বিসিবির নিষেধাজ্ঞায় পড়ার কোনো শঙ্কা নেই।’
এর আগে এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। তিনি যে উপায়ে সভাপতি হয়েছিলেন, অপসারিতও হলেন একই সূত্র ধরে। এর আগে অবশ্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়িতে বুধবার বৈঠক করেছিলেন ফারুক। সেখানে তাকে পদত্যাগ করতে বলেছিলেন সজীব ভুঁইয়া।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















