সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানে হোয়াইটওয়াশড বাংলাদেশ। ফলে এই ব্যর্থতার জন্য ক্রিকেট সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করলেন বাংলাদেশ অধিনায়ক। রোববার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার তৃতীয় টি-টোয়েন্টিতে ১৯৬ রানের সংগ্রহ নিয়েও জিততে পারেনি বাংলাদেশ।
মোহাম্মদ হারিসের ঝড়ো সেঞ্চুরিতে লক্ষ্যটাকে মামুলি বানিয়ে ১৬ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে ফেলে পাকিস্তান। অথচ সিরিজের প্রথম দুই ম্যাচে ২০১ রানের পুঁজি নিয়ে বাংলাদেশকে কোনো সুযোগ দেয়নি স্বাগতিকরা। প্রথম ম্যাচে তবু কিছুটা লড়াই করলেও দ্বিতীয়টিতে অসহায় আত্মসমর্পন করে লিটনের দল।
শেষ ম্যাচে লিটন বলেন,‘অবশ্যই (হতাশ)… আমরা ভালো বোলিং করিনি। গত দুই ম্যাচে ব্যাটিং আর ফিল্ডিংও ভালো করিনি। সম্ভবত এই ম্যাচে এই উইকেটে খুব ভালো ব্যাটিং করেছি।’
এছাড়া তিনি বলেন,‘এটি খুব ভালো উইকেট। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানকে কীভাবে বোলিং করতে হয়, আমাদের শিখতে হবে। একেক ব্যাটসম্যানের একেক রকম শক্তি ও দুর্বলতা থাকে। আমাদের এসব নিয়ে ভাবতে হবে এবং সেই অনুযায়ী বোলিং করতে হবে।’
সিরিজ শেষে বাংলাদেশি সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করলেন অধিনায়ক। ‘দর্শক অসাধারণ ছিল। তারা সবাই সমর্থন দিচ্ছিল। দুই দলকেই সমর্থন দিয়েছে। খুব উপভোগ করেছে খেলা। আশা করি, পাকিস্তান আবার যখনই খেলবে, তারা মাঠে খেলা দেখবে। আর বাংলাদেশি সমর্থকদের কাছে আমি সত্যিই দুঃখিত। আমরা কোনো ম্যাচ জিততে পারিনি। আশা করি, আমরা ঘুরে দাঁড়াব।’
