ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে ইউরোর দ্বিতীয় রাউন্ডে ইতালি

লাইপজিগে সোমবার রাতে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের ক্রোয়েশিয়া ও ইতালির মধ্যকার নাটকীয় ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। জয়ের পথে থাকা ম্যাচটি ড্র করে এবারের ইউরো থেকেই ছিটকে গেলো লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। আর আসরে টিকে গেলো বর্তমান চ্যাম্পিয়ন ইতালি।

ম্যাচের ৫৫ মিনিটে লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। আগের দুই ম্যাচে ড্র করা ক্রোয়েশিয়া এই ম্যাচে জয় পেলে পাঁচ পয়েন্ট নিয়ে স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে ‘বি-গ্রুপ’ থেকে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিতো। আর গ্রুপ থেকেই বিদায় নিতে হতো ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে।

কিন্তু দলটা ইতালি বলেই কিনা শেষ পর্যন্ত বাজির দর থাকে শেষ মুহুর্ত পর্যন্ত। যোগ করা সময়ের ৮ম মিনিটে (৯৮তম মিনিট) গোল করে ম্যাচে সমতা নিয়ে আসেন মাত্তিয়া জাক্কাগনি। ৮১ মিনিটে বদল হিসেবে খেলতে নেমেছিলেন জাক্কাগনি। নেমেই গড়লেন ইতিহাস।

Exit mobile version