গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। প্রথম দিন শুরুর চাপ কাটিয়ে জোড়া সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তবে দ্বিতীয় দিন লাঞ্চ বিরতির পর গলে হানা দিয়েছে বৃষ্টি। টানা বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের প্রায় এক ঘণ্টা ভেসে গেছে। এখনও বৃষ্টির কারণে দ্বিতীয় দিন খেলা অনিশ্চিত।
তার আগে ১৩০.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪২৩ রান। পঞ্চম উইকেট জুটির সংগ্রহ ১১৪ রান। মুশফিকুর রহিম ১৫৯ ও লিটন কুমার দাস ৬১ রানে অপরাজিত।
এর আগে বুধবার টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বিদায় নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে ভেঙেছে ৪৮০ বলে ২৬৪ রানের জুটি। এর আগে গল টেস্টের প্রথম দিনে মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে চতুর্থ উইকেট হারাল ৩০৯ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরলেন দেড়শ রান থেকে দুই রান দূরে থাকতে। তবে প্রথম দিনে বিপর্যয়ে পড়া দলকে বিদায়ের আগে চালকের আসনে বসিয়ে গেলেন টাইগার কাণ্ডারি।
আগের দিনের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তকে বিদায় করলেন আসিথা ফার্নান্দো। এই পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ঠিকমতো খেলতে পারেননি শান্ত। মিড-অফে ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দী করেন ম্যাথিউস।
আউট হওয়ার আগে ২৭৯ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৪৮ রানের ঝলমলে ইনিংস খেলেছেন বাংলাদেশের অধিনায়ক। এটি টেস্ট ক্রিকেটে তার ষষ্ঠ সেঞ্চুরি। আগের দিন সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম অধিনায়কের কাছে ডাবল সেঞ্চুরি চাইলেও আজ আশা পূরণে ব্যর্থ হলেন শান্ত। দ্বিতীয় দিনের প্রথম সেশনে গলের উইকেটে পেসাররা হালকা সুইং পাওয়ায় ব্যাটাররা দেখশুনে খেলার চেষ্টা করছেন। এরপর মুশফিকের সঙ্গে শক্ত জুটি গড়ে তুলেছেন লিটন।
