গত শুক্রবার ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়ে খুশি ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ! যদিও সেই ভালো লাগায় বিভোর থাকতে পারেননি বেশিক্ষণ। শ্রীলঙ্কায় প্রথম টেস্টের ভেন্যু গলে পৌঁছে শরীরে অস্বস্তি বোধ করতে থাকেন। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে গতকাল হোটেলেই ছিলেন তিনি।
ফলে প্রথম টেস্ট না খেলার শঙ্কা নিয়ে আজও হোটেলে থাকতে হতে পারে তাঁকে। আজ সোমবার নতুন করে স্বাস্থ্য পরীক্ষা ও রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টের প্রথম ম্যাচে তিনি খেলবেন কিনা।
এ বিষয়ে বিসিবির প্রধান ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরী বলেন,‘থার্মোমিটারে তাপমাত্রা স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে জ্বর ও ব্যথা অনুভব করছেন মিরাজ। ঠান্ডা কাশি বা শরীরে ব্যথা থাকলেও করোনামুক্ত টাইগার এ অলরাউন্ডার। ওয়ানডে অধিনায়কও নিশ্চিত করেছেন অ্যান্টিজেন টেস্টে করোনা নেগেটিভ হওয়ার কথা। তবে শরীরে জ্বর অনুভব করাকে ফ্লুর লক্ষণ মনে করা হচ্ছে।
বিসিবির চিকিৎসক বলেন, ‘ফ্লু হলে তাকে নাও খেলাতে পারে। কারণ যে কোনো ফ্লু পাঁচ দিন ছড়াতে পারে। ফ্লু থেকে অন্যদের রক্ষা করতেই খেলার বাইরে রাখার চিন্তা করতে পারে ম্যানেজমেন্ট। শরীর দুর্বল আছে বলেও জানা গেছে। দুর্বল থাকলে পাঁচ দিন খেলতেও পারবে না।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















