গাজায় শিশুদের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ ফর্মুলা ওয়ান তারকা!

গাজায় চলমান অবরোধ ও সহিংসতায় শিশুদের মৃত্যুর ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ফর্মুলা ওয়ানের সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিলটন। বেলজিয়াম গ্রাঁ প্রি রেসের আগে শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ইউনিসেফের একটি পোস্ট শেয়ার করেন তিনি।

ওই পোস্টে লেখা ছিল, “জুলাইয়ের প্রথম সপ্তাহে গাজায় ভয়াবহ বিমান হামলায় ১০০ জনের বেশি শিশু নিহত হয়েছে বলে রিপোর্ট রয়েছে। এর পর থেকে প্রতিদিনই শিশুহত্যা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির সময় এখনই।”

হ্যামিলটন নিজেও এতে মন্তব্য যোগ করে লেখেন, “আমরা আর চুপ থাকতে পারি না।”

ইসরায়েলি বাহিনীর দখলদারিত্বের কারণে শুধু গোলাবর্ষণেই নয়, খাদ্য ও চিকিৎসাসেবার সংকটেও প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে মানুষ, যার মধ্যে সবচেয়ে ঝুঁকিতে আছে শিশুরা।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলা শুরুর পর ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ হারিয়েছে ১২২ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ৮৩ জন শিশু।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্র যুদ্ধবিরতির ডাক দিলেও তা উপেক্ষা করে গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। নিহতের সংখ্যা ইতোমধ্যেই ৫৯ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে, যার সিংহভাগ নারী ও শিশু।

২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া, গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

Exit mobile version