গোলে নতুন মৌসুম শুরু রোনালদোর

আবার শুরু হচ্ছে সৌদি প্রো লিগের নতুন মৌসুম। এখন চলছে প্রস্তুতি ম্যাচ। ইউরোপের ক্লাবগুলোর মতো দেশের বাইরে প্রস্তুতি ম্যাচ খেলছে আল নাসর।তারা ইউরোপের দেশ অস্ট্রিয়া সফর করছে।

দেশটির দক্ষিনাঞ্চলীয় শহর গ্রোডিগে ফ্রেঞ্চ ক্লাব তুলুজের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে আল নাসর। এ ম্যাচের মাঝ দিয়েই নতুন মৌসুমে মাঠে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু মাঠে ফিরেছেন তা নয়, গোলও করেছেন। তার গোলের সুবাদে তুলুজকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। সৌদি ক্লাবের হয়ে অন্য গোলটি করেন মোহাম্মদ মারান।

তবে ম্যাচে প্রথম গোলের দেখা পেয়েছিল তুলুজ। ২৫ মিনিটের সময় প্রথম গোল হজম করে আল নাসর। তবে বেশিক্ষণ এই গোলের ভার বইতে হয়নি সৌদি ক্লাবটিকে। ৩৩ মিনিটে রোনালদোর গোলে সমতায় ফেরায় আল নাসর। ৭৬ মিনিটে মারানের গোলে জয় নিশ্চিত হয় আল নাসর।

অবশ্য মারানের গোলের সময় রোনালদো মাঠে ছিলেন না। প্রথমার্ধের শেষ সময়ে তাকে তুলে নিয়েছিলেন কোচ।

Exit mobile version