ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নাটকীয় জয় যেন গ্রিমসবি টাউনের জন্য স্বপ্নপূরণের গল্প। লিগ টুর ক্লাবটি ক্যারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডে ১২-১১ গোলের রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে রেড ডেভিলদের বিদায় করে দেয়। তবে মাঠের সাফল্যের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি—নিবন্ধন প্রক্রিয়ায় সামান্য ত্রুটির কারণে এবার তাদের গুনতে হচ্ছে জরিমানা।
ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) জানিয়েছে, নতুন খেলোয়াড় ক্লার্ক ওডুয়ারের কাগজপত্র নির্ধারিত সময়ের এক মিনিট পর জমা দেওয়া হয়—ম্যাচের আগের দিন দুপুর ১২টা ১ মিনিটে। এই নিয়মভঙ্গের দায়েই গ্রিমসবিকে ২০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ ৫৭ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।
তবে শাস্তি সত্ত্বেও ইএফএল পরিষ্কার করেছে, এটি ইচ্ছাকৃত নয় এবং গ্রিমসবি পরবর্তীতে যাতে এমন ভুল আর না হয় সে ব্যবস্থা নিয়েছে। ম্যাচের ফলাফল বহাল থাকছে, জয়ও বৈধ।
এই ঘটনায় ম্যানইউ সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, অনেকেই ম্যাচ পুনরায় আয়োজনের দাবি তুলেছেন। কিন্তু কর্তৃপক্ষের অবস্থান স্পষ্ট—ইতিহাস গড়া জয় গ্রিমসবির হাতছাড়া হচ্ছে না।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















