ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ড্রয়ের পর আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশ। পাকিস্তান সফর শেষে টাইগাররা এখন শ্রীলঙ্কা! সেখানে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সফরে পেসার এবাদতকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি।
এবারের সফরে তিন ফর্মেটে তিন অধিনায়ককে পাচ্ছে বাংলাদেশ। আর এই সিরিজ দিয়েই দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন পেসার এবাদত হোসেন। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এ সিরিজে টেস্ট দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। আগামী মঙ্গলবার ১৭ জুন গলে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ২৫ জুন কলম্বোয় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এরপর ২ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেখানে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। সিরিজের বাকি দুই ম্যাচ ৫ ও ৮ জুলাই। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে কলম্বোয়। তৃতীয় ও শেষ ওয়ানডের ভেন্যু পাল্লেকেলে। ১০ জুন পাল্লেকেলেতেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৩ ও ১৬ জুলাই, যথাক্রমে ডাম্বুলা ও কলম্বোয়।
টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। সফরে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের প্রত্যায় নিয়ে টেস্টে মাঠে নামছে শান্তর দল। যেখানে প্রথম ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। যেখানে ওপেনিংয়ে থাকছেন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। ওয়ানডাউনে মুমিনুল হক আর চারে থাকছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত।
পাঁচ নম্বরে অভিজ্ঞ মুশফিকুর রহিম, ছয়ে লিটন দাস, সাতে জাকের আলী ও আটে মেহেদী হাসান মিরাজ। নয়ে তাইজুল ইসলাম। এছাড়া দুই পেসার থাকছেন একাদশে। অর্থাত এবাদত হোসেনের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















