৩১ ডিসেম্বর। ইংরেজি বছরের শেষ দিন। ‘থার্টি ফার্স্ট’ নাইটের উদযাপনজনিত কারণে শহর আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএলের দ্বিতীয় দিনের খেলা দেড়ঘন্টা এগিয়ে আনা হয়েছে। দুপুর ১২টায় শুরু হতে যাওয়া ম্যাচে টস হেরে চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে খুলনা।
বিপিএলে নতুন করে শুরু করেছে বন্দর নগরী চট্টগ্রামের দলটি। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরেই অংশ নিয়েছিলো চিটাগং কিংস। পরের ৯ আসরে চট্টগ্রাম থেকে দু’টি দল ভিন্ন নামে বিপিএলে অংশ নেয়। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও তারা বিপিএলে অংশ নিচ্ছে।
দলটাতে যোগ দিলেন সাকিব আল হাসান। কিন্তু সার্বিক পরিস্থিতিতে তাকে ছাড়াই খেলতে হচ্ছে কিংসদের। দলটার অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ মিথুন।
অন্যদিকে, খুলনার নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
খুলনা টাইগার্স:
মোহাম্মদ নাইম, উইলিয়াম বোসিসটো, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, আবু হায়দার, মোহাম্মদ নেওয়াজ ও ওশানে থমাস।
চিটাগাং কিংস:
হায়দার আলী, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিথুন (অধিনায়ক), উসমান খান, নাইম ইসলাম, শামীম হোসাইন, টম ও;কনেল, মোহাম্মদ ওয়াসিম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও আলিস আল ইসলাম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














