চিটাগংয়ের সামনে টার্গেট ১৬৭ রান

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোয়ালিফার টুয়ে চিটাগং কিংসকে ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে খুলনা টাইগার্স। বুধবার সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করে খুলনা ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে।

খুলনার ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন মাাহিদুল ইসলাম ও শিমরন হেটমায়ের। শুরুতে বিপর্যয়ে পড়লেও এই দুই ব্যাটারের কৃতিত্বে খুলনা লড়াকু পুঁজি পেয়ে যায়। পঞ্চম ইউকেটে ৭৩ রান করেন তারা। হেটমায়ের ৬৩ রান করেন মাত্র ৩৩ বলে। আর মাহিদুল ৩২ বলে করেন ৪১ রান।

তাদের এ জুটির আগে খুলনা ৪২ রান করতে ৪ উইকেট হারিয়েছিল।

Exit mobile version