চূড়ান্ত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচী

জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের সবচেয়ে বড় আসর। এরই মাঝে নতুন এক টুর্নামেন্টের সময় চূড়ান্ত করলো ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওয়ানডে ফরম্যাটে আট দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।

২০১৭ সালের পর থেকে বন্ধ হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দীর্ঘ ৮ বছর পর আবারো ফিরছে। একাধিক বোর্ডের সূত্রে ক্রিকেট বিষয়ক অনলাইন পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর চলবে আগামী বছরের ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে মার্চের ৯ তারিখ পর্যন্ত।

এই বৈশ্বিক আসর দিয়ে ২০০৮ সালের পর পাকিস্তানে আবারো ফিরছে বহুজাতিক ক্রিকেট। আগেই এই খবর টুর্নামেন্টে যুক্ত ৮ দলকে জানিয়ে রেখেছে আইসিসি। তবে ঠিক কবে কোন ম্যাচ হবে সেই ফিক্সচার এখনো নির্ধারণ করা হয়নি।

Exit mobile version