ঘরোয়া লিগে খুব একটা স্বস্তিতে নেই চেলসি। পঞ্চম স্থানে তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অবস্থা আরও নাজুক। মঙ্গলবার রাতে তারা আতালান্তার কাছে হেরে গেছে। আগে গোল করেও অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে হেরেছে ইংলিশ ক্লাবটি। এই হারের ফলে চেলসির শীর্ষ আটে থাকার স্বপ্নে বড় ধরণের এক ধাক্কা লাগলো।
অন্যদিকে এ জয়ের ফলে দারুণ চমক দেখিয়েছে সেরি আ’র দল আতালান্তা। তারা এক লাফে সেরা তিনি উঠে এসেছে। ৬ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১৩। আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ শুধু তাদের ওপরে। উভয় দলের পয়েন্ট ১৫। তবে আর্সেনাল একটা ম্যাচ কম খেলেছে। ষষ্ঠ রাউন্ড শেষে আতালান্তার একটু নিচে নেমে যাওয়ার শঙ্কা থাকছে। কেননা প্যারিস সেন্ত জার্মেই ও রিয়াল মাদ্রিদ পাঁচটি করে ম্যাচ শেষ করেছে। উভয়ের পয়েন্ট ১২। ষষ্ঠ রাউন্ডে তারা নিজ নিজ খেলায় জয় পেলে আতালান্তাকে তারা পেছনে ঠেলে দেবে।
দূভাগ্য চেলসির। হোয়াও পেদ্রোর গোলের তারা এগিয়ে গিয়েছিল। ম্যাচের ২৫ মিনিটে পাওয়া এ গোলটি তারা ৫৫ মিনিট পর্যন্ত ধরে রেখেছিল। তারপর এক ঝড়ে সব উলোট পালোট হয়ে যায় চেলসির। গিয়ানলুকা স্ক্যামাক্কা গোল করে সমতা ফিরিয়ে আনেন। আর ৮৩ মিনিটে ডি কেতেলায়েরো চেলসির জাল কাঁপিয়ে সমর্থকদেরও কাঁপিয়ে দেন। চেলসি এই গোল আর পরিশোধ করতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়। সে সঙ্গে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানের অবনমন মেনে নিতে হয়।
শীর্ষ দশের বাইরে এখন চেলসির অবস্থান। ৬ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১০। আরো নিচে নামার শঙ্কাও থাকছে। ম্যানচেস্টার সিটি ১০ পয়েন্ট নিয়ে তাদের ঠিক নিচেই রয়েছে। তবে তারা খেলেছে পাঁচ ম্যাচ। ষষ্ঠ ম্যাচে জয় পেলেই ম্যানসিটি এক লাফে একাদশতম স্থান থেকে শীর্ষ চারে ঢুকে পড়তে পারে। নিউক্যাসল ইউনাইটেডও চেলসিকে চোখ রাঙাচ্ছে। তাদের পয়েন্ট ৯, তারা ষষ্ঠ ম্যাচের অপেক্ষায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















