আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে পাকিস্তানে গিয়েও ব্যর্থ বাংলাদেশ। সফরে সিরিজের প্রথম দুই ম্যাচে স্বাগতিকদের কাছে নাস্তানাবুদ হয়েছে লিটন দাসের টি-টোয়েন্টি দল। সিরিজ হারের পর দুঃসংবাদ পেল টাইগাররা।
পায়ের গোড়ালির চোটের কারণে সিরিজের তৃতীয় ম্যাচে শরিফুলকে পাবে না বাংলাদেশ। শুধু এই ম্যাচই নয়, আগামী অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন টাইগার এই পেসার। শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
পেসার শরিফুলের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন সিভা বলেন, ‘শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালে বোলিং করতে গিয়ে চোটে পড়েছেন শরিফুল। এমআরআই স্ক্যানের মাধ্যমে জানা গেছে, তার রেক্টাস ফিমোরিস মাংসপেশিতে গ্রেড-১ এর ইনজুরি হয়েছে।’
এছাড়া তিনি বলেন, ‘ইনজুরির কারণে আগামী দুই থেকে তিন সপ্তাহ জাতীয় দলের বাইরে ছিটকে গেছেন শরিফুল। বিসিবির মেডিকেল টিমের পর্যবেক্ষণে থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে তার জন্য।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















