চোট, সমালোচনা আর প্রত্যাবর্তনের গল্প বললেন জাসপ্রিত বুমরা

টেস্ট ক্যারিয়ারে ১৪তম পাঁচ উইকেট পূর্ণ করে ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে লিড এনে দিয়েছেন জাসপ্রিত বুমরা। হেডিংলেতে দুর্দান্ত বোলিংয়ের পর সংবাদ সম্মেলনে এলেন আত্মবিশ্বাসী বুমরা। সেখানে স্মরণ করলেন নিজের ক্যারিয়ারের নানা চড়াই-উতরাই আর চোট নিয়ে বারবার বিদ্রুপ শোনা অতীত।

৩১ বছর বয়সী এই পেসার বলেন, “প্রথম থেকেই লোকে বলত আমি খেলতে পারব না, ছয় মাসও টিকব না। তারপর আট মাস বলা হলো। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে আমি কাটিয়ে ফেলেছি প্রায় এক দশক, আর আইপিএল খেলছি ১২-১৩ বছর ধরে।”

বুমরা জানান, বাইরের কথাবার্তায় কান না দিয়ে নিজের বিশ্বাসেই এগিয়েছেন তিনি। “মানুষ কী বলছে বা লিখছে, আমি সেটা নিয়ন্ত্রণ করতে পারি না। তবে আমি জানি আমার কাজ কী, কিভাবে প্রস্তুত হতে হয়,”—এমন আত্মবিশ্বাস ঝরেছে তার কণ্ঠে।

চোট, নো বল আর সতীর্থদের ক্যাচ মিস—সবকিছুর মাঝেও নিজের কাজে নিরবিচারে মনোযোগী ছিলেন তিনি। “রাতে নিজেকে প্রশ্ন করি—আমি কি সেরাটা দিয়েছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ঘুমিয়ে পড়ি,” বললেন বুমরা।

ভারতীয় বোলিং আক্রমণ যে বুমরানির্ভর, তা নিয়ে বাইরে আলোচনা হলেও বুমরা নিজের দায়িত্ব বুঝেই চলছেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘ সিরিজে তাকে বিশ্রাম দিয়ে ব্যবস্থাপনা করা দরকার, যাতে তিনি দীর্ঘ মেয়াদে ফিট ও কার্যকর থাকেন।

Exit mobile version