চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরণের প্রেডিকশন

দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে পর্দা উঠছে ক্রিকেটের মহারণ। ক্রিকেটের সর্বোচ্চ এই আসর নিয়ে চলছে নানা বিশ্লেষন! কে জিতবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি!

তা নিয়ে কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে ভবিষ্যদ্বাণী। এবার সেই তালিকায় যোগ হয়েছে লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। লঙ্কান এই তারকা মুখ খুললেন তার ফেবারিট দল নিয়ে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে।

সেবার ইংল্যান্ডে ভারতকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি মুরালিধরন মনে করেন, এবারও এই দুই দলই ফাইনাল খেলবে।

ভারতের বার্তা সংস্থা এএনআইকে মুরালিধরন বলেন, ‘ক্রিকেটে ফেবারিট তো আছেই। তবে নিশ্চিত করে বলার উপায় নেই যে এই দলটাই জিতবে। হাঁ এ কথা সত্য যে, ভারত ও পাকিস্তানই ফেবারিট। ঘরোয়া কন্ডিশনের জন্য ফেবারিট পাকিস্তান। ভারতও এমন কন্ডিশনে সেরা দল।’

বহু নাটকের পর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড পদ্ধতিতে। পাকিস্তানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে হবে ম্যাচগুলো। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিচগুলো স্পিনবান্ধব হবে বলে আশা মুরালিধরনের।

কিংবদন্তি এই স্পিনার বলেন,‘ রশিদ খান ভালো, রবীন্দ্র জাদেজাও আছে। অনেক স্পিনারই এখন উঠে আসছে। তারা এই টুর্নামেন্টে সত্যিই ভালো করবে, উইকেট স্পিনারদের সাহায্য করবে বলে আশা করি।’

মুরালিধরনও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে স্বাদ পেয়েছেন ২০০২ সালে। সেইবার যৌথভাবে শ্রীলঙ্কার সঙ্গে শিরোপা জিতেছিল ভারত। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই মুরালিধরনের শ্রীলঙ্কা। ২০২৩ বিশ্বকাপের গ্রুপ পর্বে নবম হওয়ায় শ্রীলঙ্কা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট পায়নি এশিয়ার অন্যতম সেরা দেশটি।  

Exit mobile version