আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার রাতে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ আইসিসির এই আসরে সেমিফাইনাল খেলেছিল টাইগাররা। তবে এবার আর সেমিফাইনাল নয়, চ্যাম্পিয়ন হতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে টিম বাংলাদেশ। বুধবার দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এবার লক্ষ্যটা কী এমন প্রশ্নে শান্ত বলেন,‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি।’ একই সাথে নাজমুল বলেন,‘আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। এখানে যে আটটা দল আছে, সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। এই আটটা কোয়ালিটি দল। আমি বিশ্বাস করি আমাদের দলের এই সক্ষমতা আছে।’
তবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দলকে চাপে ফেলবে কি না এমন প্রশ্নে নাজমুল হোসেন শান্ত বলেন,‘আমার মনে হয় না কেউ বাড়তি চাপ অনুভব করে। কারণ, সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনেপ্রাণে, সবাই এটাই বিশ্বাস করে আমাদের ওই সক্ষমতা আছে। আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন, আমরা জানি না। আমার কাছে মনে হয়, আমরা ওইভাবে মেহনত করছি, আমাদের সততার সঙ্গে কাজ করছি। এবং প্রত্যেক খেলোয়াড় বিশ্বাস করি আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছাতে পারব।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














