হকির যে-কোনো পর্যায়ে এবারই প্রথম বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ জুনিয়র হকি দল। তামিলনাড়ুতে অনুষ্ঠিত এই জুনিয়র হকি বিশ্বকাপে (যুব বিশ্বকাপ) বাংলাদেশের যুবারা চ্যালেঞ্জার ট্রফি জিতেছে। আজ বিজয়ী দল দেশে ফেরার পর বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান ডাকসু ক্রীড়া সম্পাদক আরমান।
গ্রুপ পর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল শক্তিশালী অস্ট্রেলিয়া, ও ফ্রান্সের কাছে তীব্র লড়াইয়ের পর যথাক্রমে ৫-৩ ও ৩-২ গোলে হেরে যায়। আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে।

বাংলাদেশের জুনিয়র হকি দল দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারলেও ১৭ থেকে ২৪ স্থান নির্ধারণী প্রতিযোগিতায় সঢ। এবার সেটিকে চ্যালেঞ্জার ট্রফি নাম দেওয়া হয়েছে। সেই লড়াইয়ে বাংলাদেশ ১৩-০ গোলে ওমানকে, কোরিয়াকে ৫-৩ ও অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে দেয়।
এর মাধ্যমে চ্যালেঞ্জার ট্রফি জয়ের পাশাপাশি ১৭তম স্থান অর্জন করে বাংলাদেশ যুব হকি দল। আমিরুল ইসলাম ৫টি হ্যাটট্রিকসহ ১৮ গোল করেন। তিনি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে আরেকটি গৌরব বয়ে আনেন বাংলাদেশের জন্য।

আজ সন্ধ্যায় দেশে ফেরার পর জুনিয়র হকি দলকে বিমানবন্দরেই ফুলেল অভ্যর্থনা জানানো হয় ডাকসুর পক্ষ থেকে। সেখানে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান ছিলেন উপস্থিত।
চ্যালেঞ্জার্স কাপ জয়ী জাতীয় যুব হকি দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে আসরের সর্বোচ্চ গোলদাতা আমিরুল তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











