জাকের-হৃদয়দের সুখবরের দিনে শান্ত পেলেন দুঃসংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও আইসিসি থেকে বড় সুখবর পেয়েছেন জাকের আলী। সেই সাথে বাংলাদেশের আর এক ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে দুঃসংবাদ দিয়েছে। সফরে ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

তবে এরপর আইসিসি প্রকাশ করেন ওয়ানডে ব্যাটসম্যানদের হালনাগাদ! আর সেখানে র‌্যাংকিংয়ে ৩২ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই উইকেটকিপার–ব্যাটসম্যান।

শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩ ইনিংসে ৩৪ গড়ে ৭৩.৩৮ স্ট্রাইক রেটে ১০২ রান করেন জাকের আলী। যেখানে সর্বোচ্চ ৫১। ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আরেকজনের বেশ ভালো উন্নতি হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান ৩ ইনিংসে ৩৪.৩৩ গড়ে ১০৩ করা তাওহিদ হৃদয় ৭ ধাপ এগিয়ে ৫১তম স্থানে উঠে এসেছেন।

তবে রান–খরায় ভোগা নাজমুল হোসেনের ৬ ধাপ অবনমন হয়েছে। ৩৪তম স্থানে নেমে গেছেন তিনি। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজেরও এ সংস্করণে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে অবনমন হয়েছে।

শ্রীলঙ্কা সিরিজে ৩ ইনিংস মিলিয়ে মোট ৩৭ রান করা মিরাজ ৫ ধাপ নিচে নেমে ৭২তম স্থানে আছেন। ৮ ধাপ অবনমন ঘটেছে রান–খরায় থাকা লিটন দাসের। তাঁর অবস্থান ৭৮তম। ওপেনার তানজিদ হাসান তামিম ৩ ইনিংসের মধ্যে একটিতে ফিফটিতে ১৯ ধাপ উন্নতি করে ৮৬তম স্থানে উঠে এসেছেন তিনি।

তবে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ ৩০ ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশের কেউ নেই। শীর্ষ পাঁচে ব্যাটসম্যানদের অবস্থানের কোনো নড়চড় হয়নি। সেখানে ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতের ওপেনার শুবমান গিল।

৭৬৬ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তানের বাবর আজম। রোহিত শর্মা তিনে। ভারতীয় ওপেনারের রেটিং পয়েন্ট ৭৫৬। চারে বিরাট কোহলি ও পাঁচে ড্যারিল মিচেল।

টেস্টে ব্যাটারদের র‌্যাংকিংয়ে এক ধাপ অবমন হয়েছে মুশফিকুর রহিমের। তবে ৩০তম স্থানে নেমে যাওয়া মুশফিক টেস্ট ব্যাটসম্যানদের বাংলাদেশের মধ্যে শীর্ষে। মুমিনুল হকেরও এক ধাপ অবনমন হয়েছে—৫৩তম। এক ধাপ এগিয়ে ৬৫তম স্থানে জাকের আলী।

এছাড়া টেস্ট ব্যাটারদের শীর্ষস্থানে পরিবর্তন এসেছে। ইংল্যান্ড জো রুটকে দুইয়ে ঠেলে শীর্ষস্থান ফিরে পেয়েছেন তাঁর জাতীয় দল সতীর্থ হ্যারি ব্রুক। ব্রুকের চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে দুইয়ে রুট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে কোনো পরিবর্তন হয়নি। এই তিন স্থানে কেইন উইলিয়ামসন, যশস্বী জয়সোয়াল ও স্টিভ স্মিথ।

Exit mobile version