জাতীয় দলের অধিনায়কত্বের জন্য প্রস্তুত তাইজুল

তিন ফর্মেটে অধিনায়কের দায়িত্ব পাওয়ার ৮ মাসের মাথায় জাতীয় দলের নেতৃত্ব থেকে সড়ে দাঁড়াতে চাইলেন নাজমুল হোসেন শান্ত। এমন খবর এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গানে উড়ছে!

মূলত ব্যাটিংয়ে ফর্মে ফিরতেই শান্তর এমন সিদ্ধান্ত! সবশেষ মিরপুর টেস্টে দ. আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। একই সাথে দলও হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। যদিও নেতৃত্ব ছাড়ার বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি শান্ত। তবে চট্টগ্রামে প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্টের আগে সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন স্পিনার তাইজুল ইসলাম।

সেখানে জাতীয় দলের অভিজ্ঞ এই স্পিনারের কাছে জানতে চাওয়া হয় টেস্ট ক্রিকেটে যদি অধিনায়কত্ব দেওয়া হয় তাহলে কতটা প্রস্তুত আপনি। জবাবে এই স্পিনার বলেন, ‘যেহেতু ১০ বছর ক্রিকেট খেলছি তো পুরোটাই তৈরী!’

একই সাথে দলের সিনিয়র হিসেবে অবদান রাখা নিয়ে তিনি বলেন,‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।’

এছাড়া তিনি বলেন,‘আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’

Exit mobile version