বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান ফরোয়ার্ড শেখ মোরছালিন নতুন মৌসুমে আবাহনী লিমিটেডে যোগ দিয়েছেন। বসুন্ধরা কিংস ছেড়ে এই দলবদল অনেকটাই আলোচিত হয়ে উঠেছে, বিশেষ করে তার প্রতিভা ও জাতীয় দলে পারফরম্যান্সের কারণে।
মোরছালিন জানান, মূলত নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাওয়ার আশায় তিনি ক্লাব বদলেছেন। “বসুন্ধরা কিংসে খুব একটা ম্যাচ টাইম পাচ্ছিলাম না,আরও বেশি সময় মাঠে থাকতে চাই বলেই আবাহনীতে আসা।”, বলেন তিনি।
আগামী ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আবাহনীর প্রস্তুতি শুরু হচ্ছে। মোরছালিন জানিয়েছেন, প্রথম দিন থেকেই তিনি দলের ক্যাম্পে অংশ নেবেন।
২০২১ সালে বসুন্ধরা কিংসে যোগ দেওয়ার পর ২০২২ সালে ধারে মোহামেডানে খেলেন। এরপর আবার ফিরলেও বসুন্ধরার মূল একাদশে নিয়মিত হতে পারেননি। গত মৌসুমে ১০ ম্যাচে মাঠে নামলেও মাত্র দুটি ম্যাচেই ছিলেন শুরুর একাদশে। ২৯৮ মিনিটে ৪ গোল করলেও পূর্ণ ম্যাচ খেলার সুযোগ পাননি।
ক্লাব ক্যারিয়ারে ৩৯ ম্যাচে ৮ গোল ও ৬ অ্যাসিস্ট থাকলেও জাতীয় দলে তার কার্যকারিতা অনেক বেশি। ২০২৩ সালে ১৭ বছর বয়সে অভিষেকের পর ১৫ ম্যাচে করেছেন ৫ গোল।
আবাহনীর মতো ঐতিহ্যবাহী দলে যোগ দিয়ে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মোরছালিন। তার সামনে সুযোগ আরও বড় পরিসরে নিজেকে প্রমাণ করার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















